এসএসসি পাস করে তাক লাগিয়েছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী আয়শা - দৈনিকশিক্ষা

এসএসসি পাস করে তাক লাগিয়েছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী আয়শা

নিজস্ব প্রতিবেদক |

বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়েও এবছর স্বাভাবিক নিয়মে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে আয়শা আক্তার (১৫)। ৩.৮২ গ্রেড পেয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর বালিকা বিদ্যালয় থেকে সে এ সাফল্য অর্জন করে। তার অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধিতা। বিশেষ কোনো পদ্ধতিতে নয়, আর দশজন শিক্ষার্থীর মতো সে নিয়মিত স্কুলে যেতো। ক্লাসে শিক্ষকরা যা পড়াতেন আয়শা তা শুধু তাকিয়ে দেখতো। আর বাড়িতে এসে বই মেলে গুন গুন করতো। এভাবেই সে রপ্ত করে সবকিছু। একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী সাধারণ স্কুল থেকে স্বাভাবিকভাবে পাস করায় শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ হতবাক হয়েছেন।

উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের কৃষক শামছুল হক হাওলাদার ও মাসুরা বেগমের চার সন্তানের মধ্যে সবার ছোট আয়শা এবং তাদের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই তার লেখাপড়ার প্রতি অত্যন্ত ঝোঁক ছিল। তার আগ্রহ দেখে মা-বাবাও তাকে লেখাপড়া করাতে উত্সাহিত হন।

আয়শার মা মাসুরা বেগম বলেন, জন্মের এক-দেড় বছর পরই বুঝতে পারি আয়শা প্রতিবন্ধী। একমাত্র মেয়ে তাও আবার প্রতিবন্ধী এই ভেবে দুশ্চিন্তায় পড়ে যাই। মেয়েটা কথা বলতে পারে না এবং কানেও শোনে না। অথচ তিন-চার বছর বয়স থেকেই সে বই নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে। ইশারা-ইঙ্গিতে বই, খাতা-কলম এনে দিতে বলত। প্রথমে সে একা একাই শতকিয়া লিখতে শুরু করে। তার এমন আগ্রহ দেখে বাড়ির পাশের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীন্দ্র নাথ মণ্ডল স্যার মেয়েকে স্কুলে ভর্তি করান। ওই স্যারের প্রচেষ্টায় আয়শা ধীরে ধীরে লেখাপড়া রপ্ত করে। পিএসসি পরীক্ষায় পাস করার পরে আয়শাকে রাজাপুর বালিকা বিদ্যালয়ে ভর্তি করাই।

মাসুরা বেগম আরো বলেন, স্কুলের সহপাঠীরা প্রতিবন্ধী বলে আয়শাকে খেপাতো। তাতে সে মাঝে মধ্যে রাগ হয়ে স্কুলে যেতে চাইতো না। এসএসসি পাস করায় এখন আমরা চিন্তামুক্ত। যতো কষ্টই হোক মেয়েকে লেখাপড়া করাবো।  রাজাপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল হক হাওলাদার বলেন, মেয়েটি কথা বলাতো দূরের কথা কানেও শুনতে পায় না। প্রতিবন্ধীদের জন্য শিক্ষক এবং শিক্ষার পদ্ধতি আলাদা। এমনকি তাদের জন্য আলাদা স্কুলও রয়েছে; কিন্তু আয়শা তাদের থেকে ব্যতিক্রম। প্রতিবন্ধী হয়েও সে স্বাভাবিক নিয়মে এসএসসি পাস করে আমাদের আশান্বিত করেছে।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0032658576965332