বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে এই শিক্ষাবর্ষ থেকেই পাঠদান শুরু হচ্ছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় গত শুক্রবার যারা অংশ নিয়েছেন, তাদের মধ্যে থেকে উত্তীর্ণ ৫০ জন এ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী হবেন। সদর উপজেলার কাঠইরে নির্মিতব্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের একাডেমিক ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নবনির্মিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদান চলবে।
হস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব বদরুন নাহার গেল বছরের ২৬ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে উল্লেখ করেছিলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জসহ ১৭টি মেডিকেল কলেজে এবার ২৮২টি আসন বাড়ানো হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৪৭টি সরকারি মেডিকেল কলেজের তালিকায় শেষের নাম ছিল বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের।
দক্ষিণ সুনামগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, আপাতত দক্ষিণ সুনামগঞ্জের নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়টি চারতলা স্টাফ কোয়ার্টার ভবনকে শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসিক ভবন এবং চারতলা হাসপাতাল ভবনকে একাডেমিক ভবন হিসেবে কাজে লাগানো হবে। এই কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার বাসভবনকে মেডিকেল কলেজের অধ্যক্ষের বাসভবন হিসেবে ব্যবহার করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইরে (সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই-শাল্লা-জামালগঞ্জ সড়ক মোড়ে) ৩৫ একর জমির ওপর শুরু হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল সুনামগঞ্জের ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম। মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য ১১০৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ভূমি অধিগ্রহণ ব্যয় ছিল ২৫ কোটি ২৮ লাখ টাকা। ৫০০ শয্যার হাসপাতাল ভবন, মেডিকেল কলেজ ভবন, অডিটোরিয়াম, ছাত্রাবাস, ডক্টরস ডরমিটরি, ডক্টরস আবাসিক ভবন ইত্যাদি পূর্ত খাতে এবং বৈদ্যুতিক কাজে ব্যয় ৮৩৯ কোটি ৮২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮১ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে রাজধানীর ডেল্টা কনসোর্টিয়াম ও বঙ্গবিল্ডার্স ৯ তলা একাডেমিক ভবনের কাজ করছে।
এ ছাড়া এই মেডিকেল কলেজ ক্যাম্পাসে নার্সিং কলেজ একাডেমিক ভবনসহ পুরুষ ও নারীদের আলাদা আটতলা ছাত্রাবাস ভবন নির্মাণকাজ শুরু হয়েছে।\হসুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ বললেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের অবকাঠামো নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৯ তলা একাডেমিক ভবনের কাজ অনেকটা এগিয়েছে।
যেহেতু শিক্ষার্থী ভর্তি পরীক্ষাও হয়ে গেছে, দ্রুত অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাগিদ দিচ্ছি আমরা। তিনি জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি দ্রুততার সঙ্গে সুনামগঞ্জবাসীর স্বপ্নের এই প্রতিষ্ঠানটির কাজ শেষ করার তাগিদ দিয়েছেন।\হবঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের প্রকল্প পরিচালক ডা. শাজাহান কবীর চৌধুরী বলেন, আমরা চেষ্টা করছি ৯ তলা একাডেমিক ভবনের কাজ ২০২২ সালের মধ্যে শেষ করতে। অন্যান্য ভবনের কাজ ২০২৪ সালের আগে শেষ করা যাবে না।