ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় - দৈনিকশিক্ষা

ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়

মোহন রায়হান |

ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ জনগণের অধিকারকে পদদলিত করে তার শাসন-শোষণ-নিপীড়ন স্থায়ী রূপ দিতেই হাজার বছরের বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হানে। বাঙালির মায়ের ভাষা, মুখের ভাষা কেড়ে নিয়ে উর্দু ভাষা চাপিয়ে দিতে চায়। শান্তিকামী বাঙালি সেটা মেনে নেয় না। বরং প্রতিবাদে, প্রতিরোধে গর্জে ওঠে। গানে, কবিতায়, স্লোগানে, বক্তৃতায় উত্তাল হয়ে ওঠে সমগ্র দেশ। পরিশেষে লাল রক্তে  ম্লান করে জীবন ঢেলে দেয় রাজপথে।

রফিক, শফিক, বরকত, সালামসহ শহীদদের বুকের উষ্ণ রক্তস্রোত বেয়ে ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রাম। নতুন দেশ, নতুন রাষ্ট্র, নতুন স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা কিন্তু স্বাধীনতার ৪৮ বছর পরও সমতা, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধ আজও প্রতিষ্ঠিত হয়নি। সঙ্গত কারণেই মাতৃভাষা বাংলাভাষা আজও স্ব-মহিমায় সর্বস্তরে প্রতিষ্ঠা পায়নি। বরং পাকিস্তানি প্রেতাত্মা যেন ভর করে আছে সর্বত্র! স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, প্রশাসন, ব্যবসায়ী প্রতিষ্ঠান কোথাও বাংলাভাষা পূর্ণ প্রতিষ্ঠা পায়নি। বরং অপ ও বিকৃত ব্যবহারে বাংলাভাষা আজ হুমকির মুখোমুখি। বাংলা ব্যবহারে গৌরব ও আনন্দের বদলে লজ্জা এবং বিষাদ অনুভব করে এরা।

বর্তমান পুঁজিবাদী বিশ্বের ভোগবাদী সমাজব্যবস্থায় পণ্য নির্ভর জীবনে কতভাবে, কীভাবে মানুষকে শোষণ করা যায় পুঁজিবাদী দেশগুলোর এবং দেশীয় পণ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলো নিয়তই নিত্য নতুন গবেষণার মাধ্যমে সেসব আবিষ্কার করে। বিজ্ঞান যেমন তার নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের জীবন সহজ করে দিয়েছে আবার তাকে জটিল কঠিন দুরূহও করে তুলেছে। অর্থাৎ বিজ্ঞানের আশীর্বাদ এবং অভিশাপ উভয়েরই ফল ভোগ করছে মানুষ।

তথ্য-প্রযুক্তির চরম উৎকর্ষের প্রতীক- কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, টুইটার, হোয়াটসআপ, ভাইবার, উইচ্যাট, ইমু ইত্যাদি। যা আমাদের সারা বিশ্বকে মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় এনে দিচ্ছে কিন্তু বিদেশি অপসংস্কৃতির সহজ অনুপ্রবেশ আমাদের ভাষা ও সংস্কৃতিকে কীভাবে গ্রাস করছে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তা একবার আমাদের গভীরভাবে ভেবে দেখা দরকার।

বিশেষত আমাদের বালক, বালিকা, কিশোর ও যুবকদের কী ভয়ানক ক্ষতির কারণ তা ভাবলে শিউরে উঠতে হয়! বাঙালি জাতীয়তাবাদী চেতনা তথা মুক্তিযুদ্ধের আদর্শ থেকে তাদের কতটুকু দূরে নিয়ে যাচ্ছে তা কি আমরা একবারও ভাবি? রেডিও, টিভি এবং ব্যক্তি জীবনে কতিপয় বাঙালির বীভৎস বাংলা উচ্চারণ শুনলে গা ঘিনঘিন করে, বমি আসে, মাথায় আগুন জ্বলে ওঠে। ইচ্ছে করে একাত্তরের মতো আবার স্টেনগানের ট্রিগারে আঙ্গুল রাখি। গ্রেনেডের মতো গর্জে উঠি ভয়ানক বিস্ফোরণে।

বাংলা ভাষার যথার্থ চর্চা এবং ব্যবহার আজ কোথাও দেখি না। ফলে দিন দিন গুরুত্বহীন হয়ে পড়ছে  বাংলাভাষা। সাধারণ মানুষ এবং কতিপয় বাংলা-প্রেমিক  ছাড়া  কারও কাছেই বাংলার কোনো কদর  নেই। ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দাঁড়িয়ে আজ আবার উচ্চারণ করতে হচ্ছে- ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।

 লেখক : কবি

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0037140846252441