কওমি পাস শিক্ষার্থীরা কি সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন? | মাদরাসা নিউজ

কওমি পাস শিক্ষার্থীরা কি সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন?

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : উচ্চশিক্ষার জন্য কওমি মাদরাসার শিক্ষার্থীরা কি দেশের স্বায়ত্বশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন? উচ্চশিক্ষার দেখভাল করার দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কি বলে? এমন অনেক প্রশ্নের নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক উত্তর মিলছে সদ্য প্রকাশিত ‘কওমি মাদ

দৈনিক আমাদের বার্তা ডেস্ক : উচ্চশিক্ষার জন্য কতোটা অবারিত কওমির পরিসর। কওমি মাদরাসার শিক্ষার্থীরা কি দেশের স্বায়ত্বশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন? এ বিষয়ে উচ্চশিক্ষার দেখভাল করার দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কি বলে? এমন অনেক প্রশ্নের নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক উত্তর মিলছে সদ্য প্রকাশিত ‘কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা’ শীর্ষক গ্রন্থে। গ্রন্থটির লেখক সিদ্দিকুর রহমান খান। শিক্ষা ও সংসদ সাংবাদিকতায় দীর্ঘ সময়ে গভীর অনুসন্ধানী একগুচ্ছ প্রতিবেদনের সঙ্গে হালনাগাদ সব এক্সক্লুসিভ তথ্য জুড়ে তিনি বইটি সাজিয়েছেন। অতি বিরল ও গোপনীয় নথির সংযোজন এই প্রকাশনাকে আরো অতুলনীয় করে তুলেছে। 

 

কওমি পাস শিক্ষার্থীরা কি সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন?

সরকার নিয়ন্ত্রিত আলিয়া মাদরাসার কোন সনদের স্বীকৃতি ও সমমান কবে দেয়া হয়েছিলো সে বিষয়ও খোলাসা করা হয়েছে বইটিতে। 

বইটির ফ্ল্যাপে লেখা আছে, একগুচ্ছ শঙ্কা ও প্রশ্ন গোয়েন্দা রিপোর্ট জুড়ে। উইকিলিকসের তারবার্তাও বাইরে নয়। প্রশ্নগুলো প্রকাশ্যে ও অপ্রকাশ্যে ডালপালা গজিয়েছে সর্বত্র।  বাংলাদেশ নামক রাষ্ট্রের উত্থানপর্বের আগে-পরে এই চিত্রটিও বিস্ময়ের জন্ম দিয়েছে। সংসদের ভেতরেও প্রশ্ন ছিলো কওমি মাদরাসার উত্থান নিয়ে। এ ধারার শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকদের এন্তার প্রশ্নেরও সদুত্তর ছিলো না। এ সংক্রান্ত সব জবাবই ছিলো ধোঁয়াশামাখা। জাতীয় শিক্ষানীতির খসড়াতেও সেক্যুলার শব্দ বাতিল করিয়ে আলোচনার কেন্দ্রে আসেন কওমিধারার ধারক-বাহকরা। অর্থের সন্দেহজনক উৎস, উসকানি, মৌলিক সংরক্ষণবাদী গোষ্ঠীর সঙ্গে নিবিড় যোগাযোগ --এসব প্রশ্নবোধকের জবাব খুঁজতেই একজন সিদ্দিকুর রহমান খানের অনুসন্ধান। সদরে, অন্দরে, সর্বক্ষেত্রে। 

কী হয়েছিল খালেদা জিয়া, ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন ও শেখ হাসিনা সরকারের জমানায়?

সিদ্দিকুর রহমান খান বর্তমানে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তার প্রধান সম্পাদক এবং শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম এর সম্পাদক ও প্রকাশক।

প্রকাশনাডটকম কর্তৃক প্রকাশিত বইটি  দৈনিক আমাদের বার্তার অফিস, ঢাকা ট্রেড সেন্টার, ৯৯ কাজী নজরুল ইসলাম এভিনিউ, লেভেল -৫-এ। বইটি রকমারিতেও পাওয়া যাচ্ছে।