কওমি মাদরাসার শিক্ষার্থীরা পড়ালেখা শেষ করতে পারে না : ড. জাফর ইকবাল - ড. জাফর ইকবাল - দৈনিকশিক্ষা

কওমি মাদরাসার শিক্ষার্থীরা পড়ালেখা শেষ করতে পারে না : ড. জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক |

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রেই পড়ালেখা শেষ করতে পারে না। এখানে বেশিরভাগই গরিবদের ছেলেমেয়েরা পড়ে। তাই আমাদের এ দিকে বেশি মনোযোগ দিতে হবে। একই সঙ্গে মাদরাসার শিক্ষার্থীরা যেন প্রযুক্তিবান্ধব হিসেবে বেড়ে ওঠে সে জন্যও পদক্ষেপ দিতে হবে। তাদেরকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে।

রোববার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক ‘শিক্ষাব্যবস্থায় সাম্প্রদায়িকতা ও মৌলবাদ’ শীর্ষক এক ওয়েবিনারে তিনি একথা বলেন।

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সঞ্চালনায় ওয়েবিনারে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, নাট্যজন রামেন্দু মজুমদার, সিনিয়র সাংবাদিক আবেদ খান, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজিত সরকার।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, পড়াশোনা বিষয়টি এখনও জোর জবরদস্তিমূলক হয়ে আছে। পরীক্ষা ভীতি, অতিরিক্ত বইয়ের বোঝায় জর্জরিত আমাদের শিক্ষাব্যবস্থা। আমরা এ অবস্থার পরির্বতন চাই। সেজন্য নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি নতুন শিক্ষাক্রমের মাধ্যমে বর্তমান শিক্ষা-ব্যবস্থাকে আনন্দময় করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, দেশের কওমি মাদরাসাগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। কওমি মাদরাসা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এখানে বড় সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আমরা এ থেকে উত্তরণে কাজ করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, গবেষণায় দেখেছি ১৯৪৮ খ্রিষ্টাব্দ থেকে যে সরকার এসেছে তারা প্রত্যেকেই পাঠ্যসূচি পরিবর্তন করেছে। এর মধ্য দিয়ে অনেক সরকারই পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করছে। এ অবস্থা থেকে আমাদের বের হতে হবে।

নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি দরকার নৈতিক শিক্ষা। তাই পাঠ্যসূচিতে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে অনুরোধ জানাই।

অনুষ্ঠানে পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি বন্ধে সরকারের জোরালো পদক্ষেপ চান শিক্ষাবিদরা। একই সঙ্গে পাঠ্যপুস্তকে অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও নৈতিক শিক্ষার যুক্ত করার দাবি করেন।

সরকারিকরণের দাবিতে ১১ জুন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ঘোষণা - dainik shiksha সরকারিকরণের দাবিতে ১১ জুন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ঘোষণা ঢাবিতে এমফিলে ভর্তির আবেদন শুরু ২ এপ্রিল - dainik shiksha ঢাবিতে এমফিলে ভর্তির আবেদন শুরু ২ এপ্রিল প্রশ্নফাঁসের মামলায় বুয়েট শিক্ষক নিখিল কারাগারে - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় বুয়েট শিক্ষক নিখিল কারাগারে সরকারি স্কুলে অতিরিক্ত ৫ শতাংশ সহোদর শিক্ষার্থী ভর্তির নির্দেশ - dainik shiksha সরকারি স্কুলে অতিরিক্ত ৫ শতাংশ সহোদর শিক্ষার্থী ভর্তির নির্দেশ বঙ্গবন্ধুর জন্মদিন পালনে কলেজের অবহেলা, শিক্ষার্থীদের প্রতিবাদ - dainik shiksha বঙ্গবন্ধুর জন্মদিন পালনে কলেজের অবহেলা, শিক্ষার্থীদের প্রতিবাদ অবশেষে নীতিমালার মারপ্যাঁচে বঞ্চিতরা পেলেন এমপিওভুক্তির সুযোগ - dainik shiksha অবশেষে নীতিমালার মারপ্যাঁচে বঞ্চিতরা পেলেন এমপিওভুক্তির সুযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পিএইচডি করার ব্যবস্থা হচ্ছে : শিক্ষামন্ত্রী - dainik shiksha বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পিএইচডি করার ব্যবস্থা হচ্ছে : শিক্ষামন্ত্রী কোন শিক্ষা প্রতিষ্ঠানে কবে শুরু রোজার ছুটি - dainik shiksha কোন শিক্ষা প্রতিষ্ঠানে কবে শুরু রোজার ছুটি please click here to view dainikshiksha website Execution time: 0.018586158752441