কমিটির সভাপতির অবৈধ কাজের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন | সমিতি সংবাদ নিউজ

কমিটির সভাপতির অবৈধ কাজের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নজরুল ইসলাম জাহাঙ্গীর সরদারের অবৈধ কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানবন্ধনে অবৈধ তিন দাতা সদস্যদের বাতিল করে সঠিক তালিকা প্রণয়ন করে ম্যনেজিং কমিটি গঠনরেও দাবি করা হয়ছে। বুধবার দুপুরে স্কুলের সামনের সড়কে এ মানবন্ধনের আয়ো

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নজরুল ইসলাম জাহাঙ্গীর সরদারের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানবন্ধনে  অবৈধ তিন দাতা সদস্যদের বাতিল করে সঠিক তালিকা প্রণয়ন করে ম্যনেজিং কমিটি গঠনরেও দাবি করা হয়ছে। 

কমিটির সভাপতির অবৈধ কাজের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

বুধবার দুপুরে স্কুলের সামনের সড়কে এ মানবন্ধনের আয়োজন করে অভিবাবক, এলাকার সচেতন জনতা ও শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রক্তন শিক্ষক আব্দুস সালাম,  মুক্তিযোদ্ধা ইউসুফ হোসেন, প্রাক্তন ইউপি সদস্য ইসমাইল বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন, স্থানীয় রফিকুল ইসলাম খান, নজরুল ইসলাম। বক্তারা বলেন, ‘ নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবহী শিক্ষা প্রতিষ্ঠান। অতীতে এর অনেক সুনাম ছিল। বর্তমানে তা ধ্বংসের পথে। এই বিদ্যালয়ে লেখা পড়ার মান পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে অবৈধ তিন দাতা সদস্যদের বাতিল করে সঠিক তালিকা প্রণয়ন করে নির্বাচনের মাধ্যমে ম্যনেজিং কমিটি গঠন করতে হবে । পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জেল হোসেন হাওলাদারের কাছে স্মারকলীপি দেয়া হয়।