কম্পিউটার চুরি : সহকারী রেজিস্ট্রারের হুমকির নিন্দা শিক্ষক সমিতির - দৈনিকশিক্ষা

কম্পিউটার চুরি : সহকারী রেজিস্ট্রারের হুমকির নিন্দা শিক্ষক সমিতির

বশেমুরপ্রবি প্রতিনিধি |

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরিকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি এবং তিন শিক্ষককে সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলামের হুমকি দেয়ার ঘটনার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার (৩০ আগস্ট) শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান ও সাধারন সম্পাদক মো. রাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনা নিন্দার জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী শিক্ষক শিক্ষার্থীদের সহায়ক শক্তি, তারা কোনোভাবেই প্রতিপক্ষ নয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ফেব্রুয়ারি লাইব্রেরি ভবন থেকে ৪৯টি কম্পিউটার চুরি এবং এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা শিক্ষক সমিতি পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে,  আইন শৃঙ্খলাবাহিনী সংশ্লিষ্ট ৭ জনকে আটক করেছে। তদন্ত কমিটি থেকে একজনকে অব্যাহতি, পদত্যাগ, রদবদলের সুপারিশ করা হয়েছে। একজন অব্যাহতি প্রাপ্ত সদস্যর সামাজিক যোগাযোগ মাধ্যম  ভাইরাল হওয়া বক্তব্য রেজিস্ট্রার অফিসে দাখিল হওয়া নথিপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ভাইরাল হওয়া প্রতিক্রিয়া, প্রতিবাদলিপি আমাদের নজরে এসেছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার শুরু থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষক সমিতি যোগাযোগ রক্ষা করছে।  তদন্ত কমিটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলামের বাক বিরোধিতা এবং ঐ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে বিভিন্ন ঘটনা আমরা শুরু থেকেই পর্যবেক্ষণ করে আসছি। 

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষক সমিতি মনে করে ব্যক্তির দায় ব্যক্তিকেই নিতে হবে। এ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রহিম খান এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাজিউর রহমানকে নজরুল ইসলাম কর্তৃক ভয়ভীতি প্রদর্শন ও দেখে নেওয়ার হুমকির ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি  যেন না ঘটে সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করছি। 

প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ বশেমুরবিপ্রবির শিক্ষার্থী মাসরুল ইসলাম পনিসহ সাত জনকে গ্রেফতার করেছে। এছাড়া গত ১৮ জুলাই সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম অভিযুক্ত পনিকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি প্রদান করেন। পনিকে পুলিশ যখন গ্রেফতার করে, তখন তিনি পনির সাথে উপস্থিত ছিলেন।

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0049669742584229