করোনার ২য় ডোজ টিকা গ্রহণ করলেন প্রধান বিচারপতি | বিবিধ নিউজ

করোনার ২য় ডোজ টিকা গ্রহণ করলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সস্ত্রীক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকার ২য় ডোজ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় তিনি এ টিকা গ্রহণ করেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সস্ত্রীক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকার ২য় ডোজ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় তিনি এ টিকা গ্রহণ করেন।

বিষয়টি দৈনিক শিক্ষাকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান।
 
তিনি বলেন, বাংলাদেশের সুপ্রীম কোর্টের আপীল বিভাগের ৫ জন ও হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ২য় ডোজ টিকা গ্রহন করেছেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিররা ২য় ডোজ টিকা গ্রহন করেছেন।