করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন | বিবিধ নিউজ

করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। তিনি নিজেই এ কথা টুইট করে জানিয়েছেন। নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান এই অভিনেতাকে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। তিনি নিজেই এ কথা টুইট করে জানিয়েছেন। নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান এই অভিনেতাকে।

টুইটারে অমিতাভ লিখেছেন, “পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার এবং কর্মীদেরও করোনা পরীক্ষা হচ্ছে। ফলের অপেক্ষায় রয়েছি।”

যারা গত ১০ দিনে অমিতাভের কাছাকাছি এসেছেন তাদের পরীক্ষা করানোর জন্য তিনি অনুরোধ করেছেন। তবে তার পরিবার ও যারা বাড়িতে কাজ করেন, তাদেরও পরীক্ষা করা হয়েছে। তবে এখনও করোনা পরীক্ষার ফলাফল আসেনি।

এই খবর পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন সোনু সুদ, তাপসী পান্নুসহ অন্যান্য সহঅভিনেতারা।