করোনায় আক্রান্ত মেয়র তাপস

করোনায় আক্রান্ত মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মেয়র তাপসের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের খবরটি নিশ্চিত করেছেন।

আবু নাছের বলেন, গত রোববার থেকে মেয়রের স্ত্রী আফরিন তাপসও করোনায় আক্রান্ত। এ ছাড়া মেয়রের দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে মেয়রের দুই ছেলের করোনা শনাক্ত হয়েছিল। তবে তাদের এখন করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

আবু নাছের আরও বলেন, আগামীকাল শুক্রবার সন্তানদের নিয়ে মেয়রের লন্ডনে যাওয়ার কথা ছিল। এ জন্য করোনা পরীক্ষা করান তিনি। সকালে তিনি নগর ভবনে এসেছিলেন। এখন বাসায় অবস্থান করছেন।