করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২২২

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২২২

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২২২ জনের। আগের দিনও করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল এবং রোগী শনাক্ত হয়েছিলেন ২৭৮ জন।

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২২২ জনের। আগের দিনও করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল এবং রোগী শনাক্ত হয়েছিলেন ২৭৮ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশিমক ৬২। আগের দিন এ হার ছিল ৮ দশমিক ৩৪।  

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৪ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৫৫৪ জন, করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৩২ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে সংক্রমণ কমতে থাকে।