করোনায় আরও ৬১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৯১৪ জন | করোনা আপডেট নিউজ

করোনায় আরও ৬১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৯১৪ জন

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১ হাজার ৯১৪ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১ হাজার ৯১৪ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় ৬১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১ হাজার ৯১৪ জন। শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন হয়েছে। আর দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৭০৫ জন। 

গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৮৭০ জন। এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ছয় লাখ ৯৫ হাজার ৩২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৮ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯১৪টি। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। আর দেশে করোনার সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।