করোনায় প্রাণ গেলো ঢাবি ইতিহাসের সাবেক অধ্যাপক কে এম মোহসীনের | বিশ্ববিদ্যালয় নিউজ

করোনায় প্রাণ গেলো ঢাবি ইতিহাসের সাবেক অধ্যাপক কে এম মোহসীনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য কে এম মোহসীন আর নেই (ইন্নালি....রাজেউন)। সোমবার সকালে উত্তরার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ আলম চৌধুরী দৈনিক শিক্ষাডটকমকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য কে এম মোহসীন আর নেই (ইন্নালি....রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪। সোমবার সকালে উত্তরার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ আলম চৌধুরী দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন। অধ্যাপক মোহসীন সর্বশেষ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।

আজ বাদ আছর তাঁর নামাজে জানাযা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত  হবে। মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। 

 কে এম মোহসীন ১৯৩৮ সালের ২৭ মে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৬৬ সালে তিনি লন্ডন থেকে পিএইচডি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক সভাপতি, সলিমুল্লাহ হলের প্রাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর সাতটি গ্রন্থ ও ৩৫টি গবেষণা প্রবন্ধ রয়েছে।