আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক ব্যবসায়ী কাজী আমিনুল ইসলামের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
কাজী আমিনুল ইসলাম নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর রাজধানীর বনানী জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
কাজী আমিনুল ইসলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের জ্যেষ্ঠপুত্র।