করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যশোরের অভয়নগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা পুলিন বিহারী বিশ্বাস (৭৫)। তিনি উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১৫জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, থানার ওসি এ কে এম শামীম হাসানসহ অনেকে।