করোনা আক্রান্ত হয়ে শিক্ষক নেতার মৃত্যু | সমিতি সংবাদ নিউজ

করোনা আক্রান্ত হয়ে শিক্ষক নেতার মৃত্যু

বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সা‌বেক যুগ্ম সম্পাদক ও নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মো. ফি‌রোজ উদ্দিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (১৬ আগস্ট) রাতে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি....রাজিউন)। তার স্ত্রী ও মেয়েও করোনা আক্রান্ত বলে জানা গ

বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সা‌বেক যুগ্ম সম্পাদক ও নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মো. ফি‌রোজ উদ্দিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (১৬ আগস্ট) রাতে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি....রাজিউন)। তার স্ত্রী ও মেয়েও করোনা আক্রান্ত বলে জানা গেছে।

বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তি‌‌র সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু প্রাথ‌মিক শিক্ষা গ‌বেষণা প‌রিষদের সভাপতি মো. সি‌দ্দিকুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ফি‌রোজ উদ্দিন বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির এক প্রতিবাদী কণ্ঠস্বর ছি‌লেন। সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় কল‌্যাণ ট্রা‌স্টের সদস‌্য হিসা‌বে শিক্ষক স্বার্থ রক্ষায় তি‌নি অগ্রণী ভূ‌মিকা পালন ক‌রে‌ছি‌লেন। কল‌্যাণ ট্রা‌স্টের কর্মচারী‌দের চাকরি‌বি‌ধি, উপ‌জেলায় শিক্ষক প্রতি‌নি‌ধি, তৎকালীন মহাপ‌রিচালক প্রাথ‌মিক শিক্ষা খন্দকার আসাদুজ্জামান ও সদস‌্য স‌চিব হিসা‌বে আমার যৌথ স্বাক্ষ‌রে সারা‌দে‌শে সকল প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে ট্রা‌স্টের বিস্তা‌রিত বিবরণ প্রেরণসহ পর্যাপ্ত শিক্ষা, চি‌কিৎসাসহ নানা দু‌র্যো‌গে ‌সহ‌যোগিতা দি‌য়ে প্রাথ‌মিক বিদ‌্যালয় কল‌্যাণ ট্রাস্ট‌কে সাফ‌ল্যের শিখ‌রে নি‌য়ে যাওয়ার প‌থে মরহু‌ম ফি‌রো‌জের অবদান অবিস্মরণীয়।

এসময় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার অসুস্থ স্ত্রী-কন্যার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান।