করোনা উপসর্গ নিয়ে চবি শিক্ষক সুইটির মৃত্যু | বিশ্ববিদ্যালয় নিউজ

করোনা উপসর্গ নিয়ে চবি শিক্ষক সুইটির মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩০ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবরিনা ইসলাম সুইটি নামের ওই শিক্ষক।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩০ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবরিনা ইসলাম সুইটি নামের ওই শিক্ষক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এস এম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিরুল হাসান জানান, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দেওয়ায় গতকাল শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় সাবরিনা ইসলাম সুইটিকে। ওই সময় তাঁর আইসিইউ’র প্রয়োজন ছিল। কিন্তু তা খালি ছিল না। একপর্যায়ে রাত পৌনে ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাবরিনা ইসলাম সুইটি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। আজ রোববার সেখানেই দাফন করা হবে তাঁকে।