করোনা টিকা : জরুরি ভিত্তিতে শিক্ষক-কর্মচারীদের তালিকা পাঠানোর নির্দেশ | করোনা আপডেট নিউজ

করোনা টিকা : জরুরি ভিত্তিতে শিক্ষক-কর্মচারীদের তালিকা পাঠানোর নির্দেশ

দেশব্যাপি করোনা ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। ৩০ মার্চ থেকে এক বছরের বেশি সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এর আগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের করোনা ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভ্যাকসিন দিতে ৪০ বছরের কম বয়সী শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৮ ফেব্

দেশব্যাপি করোনা ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। ৩০ মার্চ থেকে এক বছরের বেশি সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এর আগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের করোনা ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভ্যাকসিন দিতে ৪০ বছরের কম বয়সী শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শিক্ষা অধিদপ্তর ও ব্যানবেইসকে চিঠি দিয়ে এসব শিক্ষকের তথ্য চাওয়া হয়েছে। 

জানা গেছে, ইতোমধ্যে সুরক্ষা অ্যাপ ও সার্ভারে টিকাদানে শিক্ষক অপশন যুক্ত হয়েছে। কিন্তু ৪০ বছরের কমবয়সী শিক্ষকরা নিবন্ধন করতে পারছেন। এ পরিস্থিতিতে ৪০ বছরের কম বয়সী শিক্ষকদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, সরকারি বেসরকারি এমপিও ননএমপিও স্কুল-কলেজের যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বছরের নিচে তাদের তালিকা সমন্বিত করে স্বাস্থ্য অধিদপ্তরে সফটকপি পাঠাতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিবন্ধন অপশন নিশ্চিত করার পর তাদেরকেও নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।    

জানা গেছে, জেলা ও উপজেলা উল্লেখ করে ৪০ বছরের কম বয়সী সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের নাম ও পদবি, ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি নম্বর, জন্মতারিখ ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে শিক্ষা অধিদপ্তর ও ব্যানবেইসকে।  

এদিকে যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তার বেশি তাদের সুরক্ষ ওয়েবসাইটে নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। 

এর আগে ভ্যাকসিন দিতে শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে এসব তথ্য চেয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব স্তরের শিক্ষক কর্মচারীদের এনআইডি নম্বরের তালিকা ইমেইলে পাঠাতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে।

করোনা টিকা : জরুরি ভিত্তিতে শিক্ষক-কর্মচারীদের তালিকা পাঠানোর নির্দেশ

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।