দৈনিক সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে পেছনে ফেলল ভারত। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ হাজার ২৪৯ জন কভিডে সংক্রমিত হয়েছেন। এ সময় ব্রাজিলে ৭০ হাজার ২৩৮ এবং আমেরিকায় ৬৯ হাজার ৮২২ জন আক্রান্ত হয়েছেন। এই তিনটি দেশেই বর্তমানে এ মহামারিতে সবচেয়ে বেশি লোক আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৫১৩ জনের।
শুক্রবার পর্যন্ত এক সপ্তাহে ভারতে দৈনিক গড় আক্রান্ত ছিল ৬৮ হাজার ৯৬৯। এ সময় যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ছিল ৬৫ হাজার ৭৫৩ ও ব্রাজিলে ৭২ হাজার ১৫১। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে অচিরেই দৈনিক শনাক্তের সংখ্যা এক লাখে পৌঁছবে। গত বছরের ১৭ সেপ্টেম্বর ভারতে আক্রান্ত হন ৯৭ হাজার ৮৯৪। এখন পর্যন্ত এ মহামারিতে এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। সেই সংখ্যা ক্রমে কমতে কমতে গত ৯ ফেব্রুয়ারি ৯ হাজারে পৌঁছে। তার পর থেকে আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে।
ভারতের মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, পাঞ্জাব, মধ্যপ্রদেশসহ অন্তত ৯টি রাজ্যে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। মহারাষ্ট্রের অবস্থা ভয়াবহ। দেশটির দৈনিক আক্রান্তের ৫০ শতাংশের বেশি এই রাজ্যের বাসিন্দা।