করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান দেশে আসছে আজ | করোনা আপডেট নিউজ

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান দেশে আসছে আজ

ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে সরকারের অর্থে কেনা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান আজ সোমবার ঢাকায় আসছে।

ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে সরকারের অর্থে কেনা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান আজ সোমবার ঢাকায় আসছে।

এই চালানে ৫০ লাখ ডোজের মধ্যে ২০-৩০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মুম্বাই থেকে ওই উড়োজাহাজ রওনা দিবে। রাত ১১টা ১০ মিনিটে ভ্যাকসিন পরিবহনকারী উড়োজাহাজটি ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

এর আগে গত ২৫ জানুয়ারি সরকারের কেনা ভ্যাকসিনের প্রথম চালান আসে দেশে।  সেই সময়ে প্রায় ৫০ লাখ ডোজ পায় বাংলাদেশ। তার আগে ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার পাঠানো প্রায় ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসে।