করোনার সংক্রমণ বাড়তে থাকায় জাপানের রাজধানী টোকিওতে কারফিউ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী ইয়োশিহাইড সুগা বলেছেন, আজ শুক্রবার থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জরুরি অবস্থা। এ সময় রাত ৮টার মধ্যে রেস্তোরাঁ ও বার বন্ধ করতে হবে। লোকজনকে বাড়ির বাইরে বের না হতেও পরামর্শ দেওয়া হয়েছে।
জাপানে বুধবার পাঁচ হাজার ৯৫৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। এদিন মারা গেছেন ৭২ জন। এদিকে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা যুক্তরাজ্যের চিকিৎসকদেরও প্রয়োগ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে বুধবার করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৪১ জনের। এপ্রিলের পর এক দিনে এটাই সর্বোচ্চ প্রাণহানি। এদিন আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩২২ জন।
যুক্তরাষ্ট্রে কয়েক দিন ধরে প্রতিদিন প্রায় চার হাজার লোকের মৃত্যু হয়েছে কভিডে। দৈনিক আক্রান্ত হচ্ছে আড়াই লাখের বেশি লোক। দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি বলেছে, জানুয়ারির মধ্যেই দেশটিতে করোনায় প্রাণহানি চার লাখ পাঁচ হাজার থেকে চার লাখ ৩৮ হাজারে মধ্যে পৌঁছতে পারে। দেশটিতে এখন পর্যন্ত তিন লাখ ৬০ হাজারের বেশি লোক মারা গেছে করোনায়।
নতুন এক জরিপে দেখা গেছে, টিকা গ্রহণের ক্ষেত্রে তড়িঘড়ি করতে রাজি নন বেশিরভাগ ভারতীয়। জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ বলেছেন, তারা এখনই টিকা নেবেন কিনা, এ নিয়ে দ্বিধায় রয়েছেন। অনলাইনভিত্তিক সমীক্ষা পরিচালনাকারী
সংস্থা লোকাল-সার্কেলস এ জরিপ চালিয়েছে। সূত্র :সিএনএন।