করোনা মোকাবেলায় সরকারিভাবে জারিকৃত লকডাউন পালন করাতে রাজশাহীর জনসাধারণের মাঝে জনসচেতনতা তৈরিতে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এবং রাজশাহী প্রেসক্লাব।

বুধবার (৭ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত রাজশাহী নগরীতে মাস্ক বিতরণ করা হয়। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই, বুধপাড়া, বিনোদপুর বাজার ও কাজলা মোড় এলাকায় প্রায় ৫ শতাধিক নারী-শিশু, বৃদ্ধ ও যুবকের মাঝে মাস্ক বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে এবং করোনায় সম্মুখ সারির যোদ্ধাদের উৎসাহিত করতে করতালী কর্মসূচি পালন করেছে এ দুটি সংগঠন।