কলসিন্দুর স্কুলে আগুনের ঘটনা অভ্যন্তরীণ: ধারণা পুলিশের - দৈনিকশিক্ষা

কলসিন্দুর স্কুলে আগুনের ঘটনা অভ্যন্তরীণ: ধারণা পুলিশের

ময়মনসিংহ প্রতিনিধি |

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সরকারিকরণের প্রক্রিয়াধীন কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষ আগুনে পুড়ে যাওয়া পরিদর্শন করেছেন পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। পরিদর্শনকালে অভ্যন্তরীণভাবে অফিস কক্ষে অগুন দেয়া হয়েছে বলে নিজ ধারণার কথা ব্যক্ত করেন তিনি। স্কুলটি নারী ফুটবলের আঁতুরঘর হিসেবে সারাদেশে পরিচিত।

পুলিশ সুপার শাহ আবেদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি অভ্যন্তরীণ। তদন্ত করে খুব শিগগিরিই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় ময়মনসিংহের জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সার্কেল এএসপি আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম উপস্থিত ছিলেন। 

স্কুলের শিক্ষকরা ধারণা করছেন, স্কুল সরকারিকরণের কাজে বাধা দিতেই আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের শিক্ষকদের সনদপত্র, মেয়েদের খেলার সনদপত্র ও মেডেল, রেজুলেশন বই, কারিগরি শাখার সকল কাগজপত্রসহ প্রয়োজনীয় গুরত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। শিক্ষক উজ্জল চন্দ্র পাল ও আ. মালেকের মূল সনদপত্রও পুড়ে যাওয়া দাবি করেছেন তাঁরা। এছাড়া দুর্বৃত্তরা একটি পেনড্রাইভ নিয়ে গেছে বলে দৈনিক শিক্ষাকে জানিয়েছেন শিক্ষকরা। 

স্থানীয় ও স্কুলের শিক্ষকদের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার ভোরে বিদ্যালয়ের শিক্ষক উজ্জল চন্দ্র পাল বিশেষ ক্লাসের জন্য স্কুলে গিয়ে দেখেন অফিস কক্ষে আগুন জ্বলছে। পরে বিষয়টি জানাজানি হলে স্কুলের অন্য শিক্ষকরাও উপস্থিত হন। খবর পেয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান বিদ্যালয় পরিদর্শন করেন। 

এ ব্যাপারে কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রতন মিয়া বলেন, পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিয়ে কেলেঙ্কারির দায়ে একজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। এছাড়া বিদ্যালয়ে তেমন কোন ঝামেলা নেই, আমরা আজ বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করব। অফিস কক্ষে আগুন দিলেও বিদ্যালয়ের প্রধান গেটে তালা লাগানো ছিল। দেয়াল টপকে দুর্বৃত্তরা অফিসে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজে থেকে ১৩ জন মেয়ে জাতীয় নারী ফুটবল দলের বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে খেলছে। নারী ফুটবলারদের সৌজন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিদ্যালয়টি সরকারি হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.023109912872314