কাউন্সিলরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ | বিবিধ নিউজ

কাউন্সিলরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে (১২) অপহরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় মেয়েটির বড় বোন কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন। অপহরণ করে নিয়ে যাওয়া মেয়েটির বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার সগুনা এলাকায়। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। কালিয়াকৈরের কা

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে (১২) অপহরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় মেয়েটির বড় বোন কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন।

অপহরণ করে নিয়ে যাওয়া মেয়েটির বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার সগুনা এলাকায়। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। কালিয়াকৈরের কালামপুরে বড় বোনের বাসায় বেড়াতে এসেছিল সে।

অভিযোগ সূত্রে জানা যায়, বোনের বাসায় আসার পর থেকে শাকিল নামের এক যুবক তাকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি এলাকার গণ্যমান্য লোকজনকে জানালে শাকিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেমসহ কয়েকজনকে দিয়ে পরিবারটিকে হুমকি দেন। গত বুধবার সন্ধ্যায় বাসার পাশ থেকে শাকিলসহ কয়েকজন মেয়েটিকে জোর করে সিএনজিতে করে তুলে নিয়ে যায়।

অপহরণে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর আবুল কাশেম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

কালিয়াকৈর থানার এসআই আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।