কাওছার শেখকে বরখাস্তের প্রতিবাদে সারাদেশে শিক্ষকবন্ধন মঙ্গলবার - দৈনিকশিক্ষা

কাওছার শেখকে বরখাস্তের প্রতিবাদে সারাদেশে শিক্ষকবন্ধন মঙ্গলবার

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

জাতীয়করণ আন্দোলনের প্রধান নেতা ও রাজধানীর সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. কাওছার আলী শেখকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে সারাদেশে একসঙ্গে মানববন্ধন পালনের ঘোষণা দিয়েছে মাধ্যমিক স্তরের শিক্ষক সমাজ। আগামী মঙ্গলবার সকাল ১১ টায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সারাদেশের জেলা সদর পর্যায়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেবেন তারা।  

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন। 

লিখিত বক্তব্যে সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া বলেন, ‘মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে আন্দোলন করেছিলেন বিটিএ সাধারণ সম্পাদক এবং সবুজ বিদ্যাপীঠ স্কুলের অধ্যক্ষ শেখ কাওছার আলী। এছাড়াও প্রতিষ্ঠানের নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘এসএসসির ফরম পূরণ বাবদ শিক্ষার্থীদের থেকে প্রায় দ্বিগুণ অর্থ আদায়ের মাধ্যমে প্রায় ১৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের অর্থায়নে অস্বচ্ছ উপায়ে শিক্ষক কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি অনৈতিকভাবে ও স্বজন প্রীতির কারণে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র পরিবর্তনের মাধ্যমে নিয়োগ দিয়েছেন। নিয়োগপত্রে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর থাকার শর্ত থাকলেও সভাপতি নিজ স্বাক্ষরের মাধ্যমে এসব নিয়োগ দেন।’

বজলুর রহমান মিয়া বলেন, ‘প্রতিবছর সিএ ফার্ম থেকে শিক্ষা প্রতিষ্ঠানের‍ নিরীক্ষা প্রতিবেদন এবং পরীক্ষা ও নিরীক্ষা অধিদপ্তর-এর দুটি নিরীক্ষা প্রতিবেদন থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সভাপতি মিথ্যা একটি প্রতিবেদন তৈরি করেন। সেই প্রতিবেদনের আলোকে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

বারবার সেই প্রতিবেদনের কপি চাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তা দেয়া হয়নি। উপরন্তু ওই নোটিশের ভিত্তিতে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের নোটিশ দেয়া হয়েছে। বর্তমানে তাকে স্কুলে ও নিজ কক্ষে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।’

সমিতির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, আলী আজগর হাওলাদার ও বেগম নুরুন্নাহার প্রমুখ।

দেশে পিএইচডিধারী ৫২ হাজার - dainik shiksha দেশে পিএইচডিধারী ৫২ হাজার নীতিমালা ভেঙে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে সামসুল হক খান স্কুল - dainik shiksha নীতিমালা ভেঙে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে সামসুল হক খান স্কুল প্রাথমিক ও ব্যাংকের পরীক্ষা একই দিনে, বিপাকে চাকরিপ্রত্যাশীরা - dainik shiksha প্রাথমিক ও ব্যাংকের পরীক্ষা একই দিনে, বিপাকে চাকরিপ্রত্যাশীরা শনিবারও অফিস করার সিদ্ধান্ত জবির নতুন উপাচার্যের - dainik shiksha শনিবারও অফিস করার সিদ্ধান্ত জবির নতুন উপাচার্যের স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে জান্তা - dainik shiksha স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে জান্তা ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগারে প্রফেশনাল মাস্টার্স করার করার সুযোগ - dainik shiksha ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগারে প্রফেশনাল মাস্টার্স করার করার সুযোগ শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জনের চাকরি স্থায়ী হলো - dainik shiksha শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জনের চাকরি স্থায়ী হলো please click here to view dainikshiksha website Execution time: 0.0061869621276855