কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসায় শিক্ষক নিয়োগ | চাকরির খবর নিউজ

কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসায় শিক্ষক নিয়োগ

ঐতিহ্যবাহী ইসলামি দ্বীনি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ.মাদরাসায় মহানগর ক্যাম্পাসের জন্য শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

ঐতিহ্যবাহী ইসলামি দ্বীনি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ.মাদরাসায়  মহানগর ক্যাম্পাসের জন্য শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

পদের নাম: 
১। আরবি প্রভাষক,
পদ সংখ্য:  ২জন
২। বাংলা প্রভাষক
পদ সংখ্য:  ১জন 
৩। ইংরেজি প্রভাষক
পদ সংখ্য:  ১জন
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ের উপর অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম ২য় শ্রেণি। (অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে)। 

আবেদনের সময়: বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে [email protected] মেইলে আবেদন পাঠাতে অথবা আবেদনপত্র সরাসরি অফিসে জমা দেওয়ার অনুরোধ করা হলো।

যোগাযোগ: - অধ্যক্ষ, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসা, শেরশাহ, বাংলাবাজার বায়েজিদ থানাস্থ চট্টগ্রাম।

মোবাইল: 01820252420, 01844587158