কারিগরি শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড় | এমপিও নিউজ

কারিগরি শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড়

বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার চেক ব্যাংকে পাঠানো হয়েছে। অধিদপ্তর সূত্র সোমবার (২৭ জুলাই) দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। ৩০ জুলাই পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।

বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার চেক ব্যাংকে পাঠানো হয়েছে।  অধিদপ্তর সূত্র সোমবার (২৭ জুলাই) দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। ৩০ জুলাই পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। 

স্মারক স্মারক নং-৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২০-৫৭০,৫৭১,৫৭২,৫৭৩

কারিগরি শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড়

সূত্র আরও জানায়, এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।

জানা গেছে, আগামী ১ আগস্ট সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তাই জুলাই মাসের বেতন অনুসারে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।