কারিগরি শিক্ষায় দক্ষতার বিকল্প নেই : কারিগরি শিক্ষা সচিব - দৈনিকশিক্ষা

কারিগরি শিক্ষায় দক্ষতার বিকল্প নেই : কারিগরি শিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর বলেছেন, কারিগরি শিক্ষায় দক্ষতার কোনো বিকল্প নেই। এ শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারলে বিদেশে যেতে হয় না। আবার বিদেশিরাও অর্থ নিয়ে যেতে পারে না।  আমাদের দেশে প্রায় ৫০ হাজার বিদেশি কাজ করে। যাদের একজনের বেতন প্রবাসী বাংলাদেশির ১০ থেকে ৫০ জনের সমান।

শনিবার (২০ অক্টোবর) রাজধানীর মিরপুরের একটি কনভেশন হলে আয়োজিত জব ফেয়ার পূর্ব সেমিনারে বক্তারা এমন তাগিদ দেন। সেমিনার ও মেলার আয়োজন করে সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এসএমআইটি)।

তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো কারিগরি শিক্ষায় দক্ষতা বাড়িয়েই আজকের অবস্থানে এসেছে। আমাদেরও এ দক্ষতা অর্জন করতে হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস বলেন, শিক্ষা মানুষের অধিকার। আর কারিগরি শিক্ষা বেঁচে থাকার অধিকার। নতুন নতুন প্রায়োগিক জ্ঞানকে আয়ত্ত করে দক্ষতা বাড়াতে হবে।

বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার  মো. মোখলেছুর রহমান বলেন, প্রযুক্তি বা কারিগরি জ্ঞান কর্মসংস্থান কমিয়ে দেয়। আবার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে। আগে টাইপরাইটার থাকলেও দেশে কম্পিউটার আসার পর এসব আর নেই। বর্তমানে অ্যাপ ডেভেলপার, প্রোগ্রামার পদ কতোকিছু হয়েছে। তাই কারিগরি দক্ষতা বাড়াতে হবে।

এসএমআইটির ব্যবস্থাপনা পরিচালক সোহেলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন উদ্যোক্তা, চাকরিদাতাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা আরও বলেন, দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির পরিবর্তন এবং উদ্ভাবনের ফলে বিশ্বব্যাপী উন্নয়ন কৌশল, চাকরির ধরনের পরিবর্তন হয়েছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশকে উন্নত, বেকারমুক্ত করতে হলে দক্ষ মানবসম্পদের প্রয়োজন। এজন্য কারিগরি শিক্ষার প্রয়োজন।

সেমিনার শেষে জব ফেয়ারে অংশ নেওয়া ২০টি চাকরিদাতা প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন অতিথিরা। 

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0057549476623535