কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাকের মুক্তির দাবিতে সমাবেশ ও কার্টুন প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জানুয়ারী) দুপরের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী রাকিব হোসেনের পরিচালনায় এতে সংহতি প্রকাশ করে ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, ঢাবি শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ, একই শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকীসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ জামিল বলেন, আমাদের দেশ আজকে এমন এক পরিস্থিতিতে পড়েছে যে আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্যও অনুমতি নিতে হয়। এ পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি। এই অবৈধ সরকারের কানে আমাদের কোনো দাবিই পৌঁছবে না। এ সরকারের উচ্ছেদ ব্যতীত কোনো গণতান্ত্রিক আন্দোলনের সফল হবে না। এজন্য চূড়ান্তভাবে সরকার পতনের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই।
উল্লেখ্য, গত বছরের মে মাসে ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন থেকে তাদের মুক্তির দাবি জানিয়ে আসছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।