কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবিতে সমাবেশ - দৈনিকশিক্ষা

কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক |

কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাকের মুক্তির দাবিতে সমাবেশ ও কার্টুন প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জানুয়ারী) দুপরের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী রাকিব হোসেনের পরিচালনায় এতে সংহতি প্রকাশ করে ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, ঢাবি শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ, একই শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকীসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন, মুক্তি ও ব্যক্তিস্বাধীনতা মানুষের মৌলিক অধিকার। এগুলো কারো কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না। কিন্তু আমরা দেখছি আজকে আমাদের কন্ঠ রুদ্ধ করে রেখেছে এ ফ্যাসিস্ট সরকার, ব্যক্তিস্বাধীনতায় চালাচ্ছে নগ্ন হস্তক্ষেপ। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা চাই মুক্ত মানুষ মুক্তভাবে কথা বলবে, গান গাইবে, আঁকবে, লিখবে। সেখানে রাষ্ট্র কোনো বাধা দিবে না।

ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ জামিল বলেন, আমাদের দেশ আজকে এমন এক পরিস্থিতিতে পড়েছে যে আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্যও অনুমতি নিতে হয়। এ পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি। এই অবৈধ সরকারের কানে আমাদের কোনো দাবিই পৌঁছবে না। এ সরকারের উচ্ছেদ ব্যতীত কোনো গণতান্ত্রিক আন্দোলনের সফল হবে না। এজন্য চূড়ান্তভাবে সরকার পতনের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাদিক মাহবুব ইসলাম বলেন, এ জনপদের মানুষ দীর্ঘদিন থেকে তাদের মুক্তির জন্য লড়াই-সংগ্রাম চালিয়ে আসছে। ৭১ এ আমরা স্বাধীনতা অর্জন করলেও আমাদের মুক্তি কিন্তু এখনো মেলেনি। স্বাধীনতার পঞ্চাশ বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা পু্ঁজিবাদ-সাম্রাজ্যবাদের হাতে বন্দী।

উল্লেখ্য, গত বছরের মে মাসে ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন থেকে তাদের মুক্তির দাবি জানিয়ে আসছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003364086151123