কুয়েটে স্নাতকোত্তরে ৫৯০ আসনে ভর্তি, আবেদন শেষ কাল - দৈনিকশিক্ষা

কুয়েটে স্নাতকোত্তরে ৫৯০ আসনে ভর্তি, আবেদন শেষ কাল

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫ শিক্ষাবর্ষের জানুয়ারি সেমিস্টারে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তিতে আবেদন চলছে। অনালাইনে আবেদনপ্রক্রিয়া চলবে আগামীকাল রোববার (১ ডিসেম্বর) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবাইসটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ৫৯০ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এ প্রক্রিয়ায় শুধু পূর্ণকালীন শিক্ষার্থীরা নিয়মানুযায়ী ফেলোশিপ/টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য আবেদন করতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে (এমএসসি ইঞ্জি./এমইউআরপি/এমএসসি/এমফিল ও পিএইচডি) এবং বিভিন্ন ইনস্টিটিউটে (আইআইসিটি, আইডিএম ও আইইপিটি) পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে (পিজিডি/এমএসসি ইঞ্জি./এমএসসি/এমডিএম)/এমএসসি-স্যানিটেশন ও পিএইচডি) শিক্ষার্থী ভর্তিতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

বিভাগগুলো হলো

সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং, লেদার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনের যোগ্যতা সংবলিত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে

আবেদনপত্রে অবশ্যই দুজন রেফারির (রেফারেন্স) কাছ থেকে রিকমেনডেশন লেটার পাওয়ার জন্য তাঁদের নাম, ঠিকানা ও ই–মেইল অ্যাড্রেস থাকতে হবে। তাঁদের মধ্যে একজন অবশ্যই প্রার্থীর সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হবেন।

প্রার্থীকে আবেদনপত্রে স্টুডেন্ট টাইপের ঘরে পূর্ণকালীন বা খণ্ডকালীন উল্লেখ করতে হবে।

কোন বিভাগে কত আসন

সিই ৫০, ইইই ৫০, এমই ৫০, সিএসই ৫০, ইসিই ৩০, আইইএম ২০, ইএসই ২৫, বিএমই ২৫, ইউআরপি ২৫, এলই ১৫, টিই ২০, বিইসিএম ১০, এমএসই ১০, সিএইচই ১০, এমটিই ১০, গণিত, ৩৫, রসায়ন ৩৫, পদার্থ ৩৫, আইআইসিটি ৩০, আইডিএম ৩০ ও আইইপিটি ২৫।

ভর্তি–সংক্রান্ত সময়সূচি

১. অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা শুরু ১৮ নভেম্বর থেকে
২. অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা শেষ ১ ডিসেম্বর বিকেল ৫টা
৩. ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ৯ ডিসেম্বর (পরীক্ষার সময় পরবর্তীকালে ওয়েবসাইটে জানানো হবে)
৪. ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ১৫ ডিসেম্বর।

শুধু পূর্ণকালীন শিক্ষার্থীরা নিয়মানুযায়ী ফেলোশিপ/টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে শিক্ষার্থীকে ভর্তির পর পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ)–এর কার্যালয় থেকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ ফরম সংগ্রহ করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ ৫০০ টাকা পরিশোধ করতে হবে। বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

অনলাইনে আবেদনের সময় কাগজপত্র একটি Zip File আকারে সাবমিট/আপলোড করতে হবে। আবেদনে উল্লিখিত কাগজপত্রসহ আবেদনপত্রটি ডাকযোগে ১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই ‘রেজিস্ট্রার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বরাবর পাঠাতে হবে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় (পোস্টগ্র্যাজুয়েট) জমা দেওয়া যাবে।

আবেদনে শিক্ষাগত যোগ্যতার সব মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/গ্রেডশিটের স্ক্যান কপি এবং শিক্ষাগত যোগ্যতার সব মূল/প্রভিশনাল সার্টিফিকেটের স্ক্যান কপি।
উপরোক্ত কাগজপত্রগুলো Zip File আকারে ১ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে Submit করতে ব্যর্থ হলে আবেদনপত্র অসম্পূর্ণ বলে গণ্য হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ এবং আবেদনপত্রের তথ্যাদি ভুল প্রমাণিত হলে, আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত সব কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। এ জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ভর্তি–সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে। Online Form পূরণ এবং Payment–এর ক্ষেত্রে কোনো সমস্যা হলে মো. মেহেদী হাসান (e-mail: https://[email protected]/) এবং ফারজানা আক্তার তানিয়া (e- mail: https://[email protected]/) এর সঙ্গে অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে

শিক্ষার্থীদের টাকার পেছনে না ছোটার পরামর্শ শিক্ষা উপদেষ্টার - dainik shiksha শিক্ষার্থীদের টাকার পেছনে না ছোটার পরামর্শ শিক্ষা উপদেষ্টার বৈষম্যের অবসান চান মাদরাসার জেনারেল শিক্ষকরা - dainik shiksha বৈষম্যের অবসান চান মাদরাসার জেনারেল শিক্ষকরা অযোগ্যদের নিয়োগ দিয়ে শিক্ষকতা পেশাকে লজ্জিত করবেন না - dainik shiksha অযোগ্যদের নিয়োগ দিয়ে শিক্ষকতা পেশাকে লজ্জিত করবেন না আবারো রাজপথে নামতে প্রস্তুত, প্রয়োজনে জীবন দেবো - dainik shiksha আবারো রাজপথে নামতে প্রস্তুত, প্রয়োজনে জীবন দেবো প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান উন্নয়ন করাই লক্ষ্য: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান উন্নয়ন করাই লক্ষ্য: গণশিক্ষা উপদেষ্টা ভারতকে পছন্দ করেন ৫৩.৬ শতাংশ বাংলাদেশি - dainik shiksha ভারতকে পছন্দ করেন ৫৩.৬ শতাংশ বাংলাদেশি পিএসসির নন-ক্যাডারে নিয়োগ, পদ ৪৮২ - dainik shiksha পিএসসির নন-ক্যাডারে নিয়োগ, পদ ৪৮২ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি - dainik shiksha আন্দোলনের মুখে পদত্যাগ করলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি please click here to view dainikshiksha website Execution time: 0.0071239471435547