কৃষির মৌখিকে উদ্ভিদ বিজ্ঞানকে প্রাধান্য - দৈনিকশিক্ষা

কৃষির মৌখিকে উদ্ভিদ বিজ্ঞানকে প্রাধান্য

বোরহান হাসান নাঈম |

মেণ্ডেলের সূত্র বলুন, হর্টিকালচার কী, এগ্রোনমিক কী, মিক্সক্রপিং কী, মিক্সক্রপিংয়ের উদাহরণ, আলু উদ্ভিদ কিনা, প্লাস্টিড কাকে বলে, প্লাস্টিড কত প্রকার ও কী কী, আইবিএম কী ইত্যাদি প্রশ্ন করা হয়েছে নিবন্ধনের মৌখিক পরীক্ষা দিতে আসা প্রার্থীদের। 

রাজধানীর ইস্কাটনের রেডক্রিসেন্ট বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ে মঙ্গলবার (১৭ জুলাই) ১৮তম দিনের মতো নিবন্ধনের মৌখিক পরীক্ষা নেয়া হয়। স্কুল পর্যায়ে কৃষি বিষয়ের শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা দেন প্রার্থীরা। ৮টি বোর্ড গঠন করে ৪০৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। মৌখিক পরীক্ষা শেষে দৈনিক শিক্ষাডটকমকে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন প্রার্থীরা।  

স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে মাদারীপুর থেকে আসা রাজ তালুকদার জানান,  ‘কৃষিশিক্ষা থেকে জানতে চেয়েছেন হর্টিকালচার কী, এগ্রোনমিক কী, মিক্সক্রপিং কী, মিক্সক্রপিংয়ের উদাহরণ। তার একাডেমিক পড়াশোনা বিষয়ে জানতে চেয়ে জিজ্ঞেস করেছেন তিনি কোথা থেকে অনার্স ও মাস্টার্স করেছেন।’

পাবনা থেকে আসা মো: সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম, সেশন এই বিষয়ে প্রথমেই জানতে চেয়েছেন। পাবনা কীসের জন্য বিখ্যাত জানতে চেয়েছেন। কৃষিশিক্ষা বিষয় থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছে সালোক সংশ্লেষণ কী, ভাসকুলার বাণ্ডল কী। 

রংপুর থেকে আসা মো: গোলাম রব্বানী বলেন, কৃষি কী বলতে বলেছেন। একটি একবীজপত্রী উদ্ভিদের নাম জানতে চেয়েছেন। মুরগির রোগ সম্পর্কে জানতে চেয়েছেন। বাংলাদেশের কয়টি বিভাগ ও বিভাগগুলোর নাম জিজ্ঞেস করেছেন। 

দিনাজপুর থেকে স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে আসা শাকিলা খাতুন বলেন, একাডেমি জীবন সম্পর্কে জানতে চেয়েছেন। ট্রেনিং ও প্রুনিং কী বলতে বলেছেন। 

চাপাইনবাবগঞ্জ থেকে আসা তাছলিমা খাতুন জানান, কৃষিশিক্ষা থেকে জানতে চেয়েছেন, আইবিএম কী, সালোক সংশ্লেষণ কী এবং এর বিক্রিয়া। তার কাছে আরও জিজ্ঞেস করা হয় ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল আর হেরেছে কোন দল।

যশোর থেকে আসা পাপড়ি মণ্ডল জানান,  জেলা কেথায়, উপজেলা কী, উপজেলা কিসের জন্য বিখ্যাত? এছাড়া কৃষিশিক্ষা থেকে কোন প্রশ্ন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন ,বোটানির ছাত্রী তাই বোটানির বিষয় থেকে কিছু প্রশ্ন করা হয়েছে।

চাপাইনবাবগঞ্জ থেকে আসা ইউসুফ আলী জানান, উদ্ভিদ কাকে বলে? আলু উদ্ভিদ কিনা, প্লাস্টিড কাকে বলে, প্লাস্টিড কত প্রকার ও কি কি জনতে চেয়েছেন। জিজ্ঞেস করেছেন কোথায় তিনি পড়াশুনা করেছেন। এনটিআরসিএ নিয়ে মন্তব্য জানতে চাওয়াতে তিনি জানান, আগের নিয়োগ বাদ রেখে নতুন করে মৌখিক পরীক্ষা নিচ্ছে কবে নিয়োগ হবে তা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন।

নারায়ণগঞ্জ থেকে আসা মো: আলামিন হাসান জানান, মেন্ডেলের সূত্র জানতে চাওয়া হয়েছে। এছাড়া তার নিজের সম্পর্কে জানতে চেয়েছেন বর্তমানে তিনি কি করেন, অন্য কোথাও চাকরি করেন কিনা।

চাপাইনবাবগঞ্জ থেকে আসা জ্যোতি আরা খাতুন জানান, জেনেটিক ইনঞ্জিনিয়ারিং কী জানতে চেয়েছেন। কৃষিশিক্ষা থেকে কিছু তাকে কিছু  জিজ্ঞেস করা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, সাবজেক্ট থেকে তাকে কোন প্রশ্ন করা হয়নি, আমার নিজের সম্পর্কে জানতে চেয়েছেন।

রংপুর থেকে আসা মো. খাইরুল ইসলাম জানান, তাকে মুক্তিযুদ্ধ থেকে কিছু প্রশ্ন করেছে ও স্বাধীন বাংলাদেশের প্রথম জেলা ও বিভাগগুলোর নাম জানতে চাওয়া হয়েছে।

শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় - dainik shiksha অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ - dainik shiksha চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0040180683135986