কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার, সিকৃবিতে পরীক্ষার্থী ৩ হাজার ৩০০ | ভর্তি নিউজ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার, সিকৃবিতে পরীক্ষার্থী ৩ হাজার ৩০০

কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (২৭ নভেম্বর)। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ সারাদেশে মোট ৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (২৭ নভেম্বর)। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ সারাদেশে মোট ৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। ছাত্র-ছাত্রীদের সকাল সাড়ে ১০টায় হলে প্রবেশ করতে হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৩০০ পরীক্ষার্থীর পাশাপাশি সারাদেশে মোট ৩৪ হাজার ৮৪৬ শিক্ষার্থী কৃষি বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এ বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪৩১ জন শিক্ষার্থীসহ ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩৪১৯ জন শিক্ষার্থী স্নাতক স্তরে ভর্তি হতে পারবে।