কৃষি মার্কেটে অ*গ্নি*কাণ্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশের সহায়তা | বিবিধ নিউজ

কৃষি মার্কেটে অ*গ্নি*কাণ্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশের সহায়তা

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্টদেরকে সাময়িকভাবে ঘুরে দাঁড়াতে অর্থ সহায়তা দিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি বিকাশ।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্টদেরকে সাময়িকভাবে ঘুরে দাঁড়াতে অর্থ সহায়তা দিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি বিকাশ।

গত রোববার মোহাম্মাদপুরে বিকাশের লোকাল ডিস্ট্রিবিউটর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশ অ্যাকাউন্টে সহায়তার টাকা পৌঁছে দেয়া হয়। 

এসময় বিকাশের ক্লাস্টার হেড, ডিস্ট্রিবিউশন ও রিটেইল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট আকবর কবীর মো. নিয়ামুল খোদা, ডিস্ট্রিবিউটর প্রতিনিধি প্রদীপ কুমার ভট্টাচার্যসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

কৃষি মার্কেটে অ*গ্নি*কাণ্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশের সহায়তা

প্রসঙ্গত, বিভিন্ন দুর্যোগ-দুর্ঘটনায় বিকাশ এজেন্টদের পাশে থাকার চেষ্টা করেছে বিকাশ। এ বছরেই রাজধানীর বঙ্গবাজার, নিউ সুপার মার্কেট এবং উত্তরার বিজিবি মার্কেটে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৪ জন বিকাশ এজেন্টকে ঈদের আগে ৩০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন। গ্রাহকরা সহজেই বিকাশ অ্যাপের ডোনেশন বাটন থেকে মাস্তুল ফাউন্ডেশন সিলেক্ট করে অথবা মার্চেন্ট নম্বর ০১৭৩০৪৮২২৭৮ -এর মাধ্যমে অনুদান পাঠিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।