কেন্দ্রীয় লটারিতে যুক্ত হতে না পারা স্কুলে ভর্তি যেভাবে | স্কুল নিউজ

কেন্দ্রীয় লটারিতে যুক্ত হতে না পারা স্কুলে ভর্তি যেভাবে

সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তিতে কেন্দ্রীয়ভাবে লটারির আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। যেসব সরকারি স্কুল কেন্দ্রীয় লটারিতে যুক্ত হতে পারেনি তাদের জেলা ও উপজেলা ভর্তি কমিটির মাধ্যমে লটারি করে নতুন শিক্ষার্থী ভর্তি করতে হবে। আর কেন্দ্র

সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তিতে কেন্দ্রীয়ভাবে লটারির আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। যেসব সরকারি স্কুল কেন্দ্রীয় লটারিতে যুক্ত হতে পারেনি তাদের জেলা ও উপজেলা ভর্তি কমিটির মাধ্যমে লটারি করে নতুন শিক্ষার্থী ভর্তি করতে হবে। আর কেন্দ্রীয় লটারি অংশ নিতে না পারা বেসরকারি স্কুলগুলোকেও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে হবে। কেন্দ্রীয় প্রক্রিয়ায় যুক্ত হতে না পারা ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে লটারির আয়োজন করতে হবে। আর কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকা অন্যান্য এলাকার বেসরকারি স্কুলগুলোকে ভর্তি নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে ভর্তি করতে হবে।

কেন্দ্রীয় ডিজিটাল ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে না পারা সরকারি-বেসরকারি স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তি নিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

ভর্তি কমিটির সদস্য সচিব ও অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সেসব প্রতিষ্ঠান কেন্দ্রীয় ডিজিটাল লটারি প্রক্রিয়ায় যুক্ত হতে পারেননি সেসব প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ভর্তি নীতিমালা অনুযায়ী উপজেলা বা জেলা ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ  করবেন। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া ছাড়া অন্য কোন পরীক্ষা গ্রহণ করা যাবে না। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬ বছরের বেশি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ সারাদেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলা সদরের সদর উপজেলার যেসব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রীয় ডিজিটাল লটারি প্রক্রিয়ায় যুক্ত হতে পারেননি- ঢাকা মহানগরীর ক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থাপনায় লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে এবং লটারি অনুষ্ঠানের দিন অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়া ঢাকা মহানগরীর বাইরে অবস্থিত কেন্দ্রীয় ডিজিটাল লটারি প্রক্রিয়ার বাইরে থাকা প্রতিষ্ঠানগুলো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত (ভর্তি নীতিমালা অনুযায়ী) ভর্তি কমিটির প্রতিনিধির উপস্থিতিতে লটারি কার্যক্রমের আয়োজন করতে হবে। প্রতিষ্ঠানগুলো লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ছাড়া অন্য কোন পরীক্ষা গ্রহণ করা যাবে না। ২০২৩ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে আবেদন ফরমের মূল্য কোনভাবেই ১১০ টাকার বেশি নেয়া যাবে না।
 
জানা গেছে, কেন্দ্রীয় ডিজিটাল লটারির আওতায় দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির অনলাইনে আবেদন গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। আগামী ১০ ডিসেম্বর সরকারি স্কুলে ভর্তির লটারি ও ১৩ ডিসেম্বর বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে  (http://gsa.teletalk.com.bd) প্রবেশ করে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ভর্তির জন্য কোনো ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন ফিয়ের ১১০ টাকা শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করা যাবে। 

কেন্দ্রীয় লটারিতে যুক্ত হতে না পারা স্কুলে ভর্তি যেভাবে

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।