ক্যাসিনো রাষ্ট্রীয় দুর্নীতির ভয়াবহতা উন্মোচন করেছে: সিরাজুল ইসলাম চৌধুরী - দৈনিকশিক্ষা

ক্যাসিনো রাষ্ট্রীয় দুর্নীতির ভয়াবহতা উন্মোচন করেছে: সিরাজুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |

সম্প্রতি ঢাকার ক্লাবগুলোয় ক্যাসিনোর (জুয়া) ঘটনা রাষ্ট্রীয় দুর্নীতির ভয়াবহতা উন্মোচন করেছে বলে উল্লেখ করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, এ ঘটনায় আমরা অবাক হইনি। জুয়ার বিস্তার সর্বত্রই। রাজনীতিই এমন পরিস্থিতি তৈরি করছে। ক্যাসিনোর ঘটনা এবং দুর্নীতির বিষয় নিয়ে মতামত জানতে চাওয়া হয় এই বুদ্ধিজীবীর কাছে।

অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ‘সমাজ, রাষ্ট্র, রাজনীতির যে চরম অবনতি ঘটছে, তারই দৃশ্যপটে জুয়ার এমন খবর। জুয়া আগেও ছিল। কিন্তু এমন ভয়াবহ চিত্র ছিল না। এ ঘটনার মধ্য দিয়ে আটকের খবর দেখলাম। যারা আটক হলেন, তাদের বাড়িতে টাকার পাহাড়। এত টাকা! একজন মানুষ স্বাভাবিক প্রক্রিয়ায় এত টাকা কোনোভাবেই আয় করতে পারে না। মানুষ বিবর্জিত রাজনীতিকে পুঁজি করেই কেবল এমন অর্থ আয় করতে পারে।’

রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের আসলে কাজটা কী? রাজনৈতিক সভা-সমাবেশে মানুষের জোগান দেয়া। যে বেশি জোগান দিতে পারে, সে বেশি প্রিয় নেতার কাছে। এজন্য তার টাকার দরকার হয়। সে টাকার জোগানে তাকে দুর্নীতি করতে হয়, জুয়ার আসর বসাতে হয়। রাজনীতিই এ আসর বসানোর সুযোগ করে দেয়। মানুষ সবই জানত। কেউ বলতে পারছে না। কিন্তু এত দুর্নীতি হচ্ছে যে, তা আর চাপিয়ে রাখা যাচ্ছে না। আপনা থেকেই প্রকাশ পাচ্ছে।'

দুর্নীতির ভয়াবহতার আরেকটি দিক উল্লেখ করে এ অধ্যাপক বলেন, ‘দুর্নীতির টাকা দুর্নীতির মাধ্যমেই পাচার হয়ে যাচ্ছে। এটিই হচ্ছে আতঙ্কের কথা। গরিব সাধারণ মানুষ উদ্যোগী হয়ে টাকা উপার্জন করছে। গ্রামের মেয়েরা শহরে গার্মেন্টে কাজ করছে, প্রবাসীরা দিন-রাত শ্রম দিয়ে দেশে টাকা পাঠাচ্ছে। অথচ সেই টাকা বিভিন্ন প্রক্রিয়ায় দেশের বাইরে চলে যাচ্ছে। যারা দেশের বাইরে টাকা পাচার করছে তারা দেশ, দেশের মানুষকে কোনো দিনই ধারণ করে না।

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.004101037979126