ফেনী সরকারি কলেজের গণিত শিক্ষক ও শিক্ষা ক্যাডার কর্মকর্তা প্রভাষক দিদোয়ানুল কবির করোনার ঊর্ধ্বমূখী সংক্রমণের মধ্যেও ক্লাসরুমে প্রাইভেট পড়ান। গত ৩১ মার্চ ক্লাসরুমে ৭-৮ জন শিক্ষার্থীকে কোচিং করানোর সময় কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পালের হাতে ধরা পড়েছেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে শোকজ করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কলেজ সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানান, গত ৩১ মার্চ সকালে কলেজের একটি শ্রেণিকক্ষে শব্দ শুনতে পেয়ে অধ্যক্ষ বিমল কান্তি পাল দেখেন একটি শ্রেণিকক্ষে ৭ থেকে ৮ জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন শিক্ষক দিদোয়ানুল কবির। সরকারি ঘোষণা অনুযায়ী করোনা মহামারির কারণে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ আছে। তবে, শিক্ষা ক্যাডার কর্মকর্তা দিদোয়ানুল কবির শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়াচ্ছেন। এ পরিস্থিতিতে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে তাকে শোকজ করেছেন অধ্যক্ষ।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি ও উপাধক্ষ মহোদয় মাঝমাঝে সবঠিক আছে কিনা দেখতে কলেজ পরিদর্শন করি। এমন সময় দেখতে পাই তার ক্লাসে বেশ কয়েকজন শিক্ষার্থীকে পড়াচ্ছেন। তাই তাকে শোকজ করা হয়েছে।
যদিও শিক্ষা ক্যাডার কর্মকর্তা প্রভাষক দিদোয়ানুল কবির প্রাইভেট পড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন। অধ্যক্ষ দৈনিক শিক্ষাডটকমকে আরও জানান, ওই শিক্ষক প্রাইভেট পড়ানোর বিষয়টি অস্বীকার করে শোকজের জবাবে দাবি করেছেন, উপবৃত্তির কাজে কলেজে আসা শিক্ষার্থীরা তার কাছে কিছু টিপস চাচ্ছিলেন বলে তিনি পরামর্শ দিচ্ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।