ক্লাসরুম কাঁধে নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন শিক্ষক - দৈনিকশিক্ষা

ক্লাসরুম কাঁধে নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন শিক্ষক

দৈনিকশিক্ষা ডেস্ক |

করোনা সংকটে অনলাইনে ক্লাস করতে বাধ্য হচ্ছে বিশ্বের বহু শিক্ষার্থীই। কিন্তু যাদের প্রযুক্তিগত কোনও সুবিধা নেই, তারা বঞ্চিত হচ্ছে শিক্ষা কার্যক্রম থেকে।

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের পার্বত্য এলাকা মাগেলানে এ রকম সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এগিয়ে এসেছেন এক শিক্ষক। বাড়ি বাড়ি গিয়ে পরম মমতায় শিক্ষার্থীদের পাঠদান করছেন তিনি।

শিক্ষকতা যে মহান পেশা, সেটি আবারো প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হেনরিকাস সুরোতো। মহামারি শুরুর পর থেকেই সারা বিশ্বে কার্যত থমকে আছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থী অন্তঃপ্রাণ সুরোতো তাই গোটা ক্লাসরুম কাঁধে নিয়ে ছুটছেন তাদের ঘরে ঘরে।

ইন্দোনেশিয়ার বহু দুর্গম অঞ্চলে, ইন্টারনেট তো দূরের কথা, মোবাইল নেটওয়ার্কই নেই। তাই মধ্য জাভা প্রদেশের পার্বত্য এলাকা মাগেলানে যেসব শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারছে না, তাদের জন্য আছেন সুরোতো স্যার। বাড়ির উঠোনকেই ক্লাসরুম বানিয়ে নিচ্ছেন তিনি। আর শিক্ষার্থীরা বলছে, বিদ্যালয়ে যেতে না পারলেও, পড়াশোনায় কোন ব্যাঘাত ঘটছে না তাদের।  

একজন অভিভাবক বলেন, "বাবা মায়ের চেয়ে শিশুরা তাদের শিক্ষককে বেশি মানে। অনেক সময় দেখা যায়, আমাদের কথা শুনছে না। কিন্তু শিক্ষককে দেখে ভয়ে ঠিকই পড়তে বসছে। মি. সুরোতো না থাকলে ওদের পড়শোনা কঠিন হয়ে যেত।" 

বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিন ৬ ঘণ্টা করে পাঠদানে, এরপরও কোন কষ্ট নেই। হাসিমুখে এমনটাই বললেন, ৫৭ বছর বয়সী হেনরিকাস সুরোতো। 

তিনি বলেন, "আমি একজন শিক্ষক আর এটা আমার দায়িত্ব। যে কোনো পরিস্থিতিতে আমার ছাত্র-ছাত্রীদের পড়শোনা নিশ্চিত করতে হবে সবার আগে। কিন্তু বৃষ্টির দিনে একটু সমস্যা হয় চলাফেরা করতে। তবে কোনো কষ্টই কষ্ট মনে হয় না, যখন ওদের পড়তে দেখি।" 

প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0065641403198242