ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন | কলেজ নিউজ

ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান মাস্টার্সসহ সব পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সিলেটের রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টায় মানববন্ধন করে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানানো হয়। পরে শিক্ষার্থীরা প্রায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান মাস্টার্সসহ সব পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সিলেটের রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টায় মানববন্ধন করে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানানো হয়। পরে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা চৌহাট্টায় সড়ক অবরোধ করে রাখেন।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী মানবন্ধনে অংশ নেন। 

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান মাস্টার্সসহ সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করার দাবি জানান। একই সাথে স্বাস্থ্যসুরক্ষা মেনে দ্রুত সকল শিক্ষাপপ্রতিষ্ঠান ও ছাত্রাবাস খুলে দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।