খারাপ থেকে সবচেয়ে ভালো কুমিল্লা বোর্ড, কীভাবে? - দৈনিকশিক্ষা

খারাপ থেকে সবচেয়ে ভালো কুমিল্লা বোর্ড, কীভাবে?

নিজস্ব প্রতিবেদক |

এইচএসসি পরীক্ষায় পাসের হার সবচেয়ে বেশি কুমিল্লায়। যাঁরা এবার এইচএসসি পাস করেছেন, তাঁরা ২০১৭ খ্রিষ্টাব্দে এসএসসি পরীক্ষা দেন। অথচ ওই বছর পাসের হারে কুমিল্লা বোর্ডের অবস্থান ছিল তালিকায় একেবারে নিচের দিকে! অথচ সেই কুমিল্লা বোর্ডই এবার দেশসেরা!

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল তুলে দেওয়া হয়। তারপরই প্রধানমন্ত্রী কম্পিউটারের বাটন চেপে ফল প্রকাশ করেন। আটটি শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ।

দেশের ১০টি শিক্ষা বোর্ডের মধ্যে ২০১৭ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষায় সবচেয়ে খারাপ ফল করেছিল কুমিল্লা শিক্ষা বোর্ড। ওই সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৪৯ দশমিক ৫২। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ৭৭ দশমিক ৭৪ ভাগ।

২০১৯ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে ফল তুলে ধরেন সাংবাদিকদের সামনে। এ সময় ২০১৭ খ্রিষ্টাব্দে এসএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফল বিপর্যয় এবং চলতি বছর এইচএসসিতে বোর্ডটির শীর্ষস্থানে উঠে আসার বিষয়টি উঠে আসে।

একজন সাংবাদিক শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান, যে বোর্ডের শিক্ষার্থীরা ২০১৭ খ্রিষ্টাব্দে সবচেয়ে বেশি খারাপ ফল করেছে, সেই ব্যাচটিই এবার সবাইকে তাক লাগিয়ে দিয়ে দেশের শীর্ষস্থানে চলে এলো। এর পেছনে কী কারণ রয়েছে? এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কুমিল্লা শিক্ষা বোর্ড হয়তো ভালো করার জন্য চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। এর সুফলও তারা পেয়েছে। তবে এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান ভালো বলতে পারবেন।’

কুমিল্লা শিক্ষা বোর্ডের ভালো ফলের বিষয়ে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস ছালাম বলেন, ‘২০১৭ খ্রিষ্টাব্দের এসএসসির ফল আমরা বিশ্লেষণ করে দেখেছি, আইসিটি ও ইংরেজি বিষয়ে ওই সময় আমরা খারাপ করার কারণে পিছিয়ে গিয়েছি। আমরা এ বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক কর্মপন্থা ঠিক করেছি। অভিভাবকদের সঙ্গে বৈঠক করেছি। শিক্ষার্থীদের জন্য আমরা নজর দিয়েছি। এসব কারণেই আমরা ওই শিক্ষার্থীদের নিয়েই এবার দেশের সেরা অবস্থানে উঠে আসতে সক্ষম হয়েছি।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাঁর বক্তব্যে বলেন, ‘এবার আমাদের পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে পাস করেছে নয় লাখ ৮৮ হাজার ১৭২ জন। ফেল করেছে তিন লাখ ৪৮ হাজার ৪৫৭ জন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আট শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের গড় হার ৭৯ দশমিক ৯৩ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। সাধারণ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ ভাগ, কারিগরি বোর্ডে ৮২ দশমিক ৬২ ভাগ এবং মাদ্রাসা বোর্ডে ৮৮ দশমিক ৫৬ ভাগ।’

নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লার বেশ কয়েকটি কলেজের শিক্ষকরা দৈনিক শিক্ষাকে বলেছেন, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ শাখার একজন প্রভাবশালী কর্মকর্তা  শিক্ষা ক্যাডারের বিতর্কিত বাড়ৈ সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত। আর বর্তমান চেয়ারম্যান এই বোর্ডে রয়েছেন বছরের পর বছর ধরে। বোর্ডের ফল ভালো দেখিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক থেকে চেয়ারম্যান পদে আবার ঢাকার বাইরের বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে আসার জন্য শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে বহু বছর ধরে। 

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0071182250976562