বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি করছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
বুধবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের কাছে স্মারকলিপি পৌঁছে দেন জেলা বিএনপির নেতা-কর্মীরা।
নেতারা স্মারকলিপিটি সরকারের উচ্চ পর্য়ায়ে পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদ,জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেমোসলেম উদ্দিন দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোদুল ইসলাম রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন প্রমুখ।