খুকৃবি শিক্ষক সমিতির সভাপতি মানিক, সম্পাদক আশিকুল | বিশ্ববিদ্যালয় নিউজ

খুকৃবি শিক্ষক সমিতির সভাপতি মানিক, সম্পাদক আশিকুল

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শিক্ষক সমিতির প্রথম নির্বাচনে নীল দল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) মনোনয়ন যাছাই-বাছাই শেষে প্রতিটি পদে একক প্রার্থী হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. তসলিম হোসেন এ ফল ঘোষণা করেন। নির্বাচিতরা সকলেই মুক্তিযুদ্ধের চেতনায়

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শিক্ষক সমিতির প্রথম নির্বাচনে নীল দল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) মনোনয়ন যাছাই-বাছাই শেষে প্রতিটি পদে একক প্রার্থী হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. তসলিম হোসেন এ ফল ঘোষণা করেন। নির্বাচিতরা সকলেই মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সংগঠন নীল দলের প্রার্থী।  

খুকৃবি শিক্ষক সমিতির সভাপতি মানিক, সম্পাদক আশিকুল

ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন- সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আশিকুল আলম। 

 

অন্যরা হলেন সহ-সভাপতি  তুষার কান্তি রায়, যুগ্ম সম্পাদক বিদ্যুৎ মাতুব্বর, যুগ্ম সম্পাদক শাহীন ইমরান, কোষাধ্যক্ষ বাছির আহমদ, গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক  সৌরভ মোহন সাহা, ক্রীড়া  ও সাংস্কৃতিক সম্পাদক  স্বরূপ কুমার কুন্ডু, সমাজকল্যাণ সম্পাদক  জয়শংকর  বৈদ্য,  মহিলা বিষয়ক সম্পাদক  সুবর্না  রানী কুন্ডু. সদস্য রাকিবুল হাসান মো. রাব্বি, মো: হামিদুর রহমান,  নিগার আফসানা,  মো. হাবিবুর রহমান ও কারিমুন নেছা।
ফলাফল ঘোষণার পরপরই শিক্ষক নেতারা ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।  

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের নির্ধারিত তারিখ থাকলেও প্রতি পদে একক প্রার্থী হওয়ায় সকল প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।