খুলনা বিশ্ববিদ্যাালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পশ্চিমে নবনির্মিত লেকসাইড ওয়াকওয়ে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সৌন্দার্যবর্ধন কমিটির সভাপতি প্রফেসর ড.মোঃ মনিরুল ইসলাম, ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, ওয়াকওয়েটির ডিজাইনার প্রফেসর ড. শেখ সেরাজুল হাকিম, প্রভাষক মোঃ আজহারুল ইসলাম রাসেলসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
লেকওয়েটির দৈর্ঘ্য ৫৭০ ফিট এবং প্রস্থ ৭ ফিট। এ পর্যন্ত ভৌত অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৩৮ লাখ টাকা। এরপর আরও কিছু ফিনিশিং কাজ শেষ হলে পূর্ণাঙ্গতা পাবে। লেকসাইডের চারটি প্লাজা রয়েছে যেখানে ছোটখাট অনুষ্ঠানের আয়োজনও সম্ভব হবে।শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।