খুবি উপকেন্দ্রে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৭ শতাংশ | ভর্তি নিউজ

খুবি উপকেন্দ্রে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৭ শতাংশ

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন খুবি উপকেন্দ্রে ৭ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থীর ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। ভর্তি পরীক্ষায় ৯৭ শতাংশ ভর্তিচ্ছু অংশ নি

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন খুবি উপকেন্দ্রে ৭ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থীর ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। ভর্তি পরীক্ষায় ৯৭ শতাংশ ভর্তিচ্ছু অংশ নিয়েছে বলে জানিয়েছে খুবি প্রশাসন।

শুক্রবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

খুবি প্রশাসন জানিয়েছে, খুবি উপকেন্দ্রে ঢাবির প্রথম বর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ উপকেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭ হাজার ৫৩৭ জন। যার মধ্যে উপস্থিতির হার ছিলো প্রায় ৯৭ শতাংশ। এছাড়া আগামীকাল শনিবার  ‘ঘ’ ইউনিট এবং ১৭ জুন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।