খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তারা মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।‌

খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তারা মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।‌

এ সময় তারা শিক্ষার্থীদের হত্যার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি জানান। শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন।
এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়ক, মজিদ সরণি, কেডিএ এভিনিউ, ইব্রাহিম মিয়া সড়কসহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষার জন্য শিববাড়ি মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।