খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট - দৈনিকশিক্ষা

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

রাঙ্গামাটি প্রতিনিধি |

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে স্বাভাবিক তুলনায় পানি বেশি থাকায় এবং হ্রদের পানি সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে (জলকপাট) খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় প্রতি সেকেন্ডে ৬ ইঞ্চি করে ১৬টি গেট দিয়ে পানি ছাড়া শুরু করে কর্তৃপক্ষ। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি বের হচ্ছে। যা কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। পানির স্তর আরও বাড়লে জলকপাট খোলার পরিমাণ আরো বাড়াতে হতে পারে বলে জানায় পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। এতে কাপ্তাই হ্রদের উজান এবং ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের নিমিত্তে কাপ্তাই স্পিলওয়ে ১৬টি গেটের মাধ্যমে পানি ছাড়া শুরু করা হয়েছে। এ ছাড়া তিনি আরও জানান, ইতিমধ্যে পানি ছাড়ার বিষয়টি অবগত করে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তাদের জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দীন জানান, জেলা প্রশাসকের নির্দেশে কাপ্তাই বাঁধের স্পিলওয়েল এলাকা পরিদর্শন করেছি এবং জলবিদ্যুৎ কর্তৃপক্ষ উজানে বন্যা নিয়ন্ত্রণে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি অপসারণ করছে।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল (মিনস সী লেভেল)। যেখানে গত বৃহস্পতিবার হ্রদে পানির পরিমাণ ছিলো ১০৭.৫৪ এমএসএল। এদিকে কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জাবিতে শিক্ষক নিয়োগে বিধি লঙ্ঘন, ডাউনগ্রেডের আবেদন - dainik shiksha জাবিতে শিক্ষক নিয়োগে বিধি লঙ্ঘন, ডাউনগ্রেডের আবেদন নার্সিং লাইসেন্সিং পরীক্ষায় ৮০ ভাগই ফেল - dainik shiksha নার্সিং লাইসেন্সিং পরীক্ষায় ৮০ ভাগই ফেল নতুন শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে যে নির্দেশনা দিলো মাদরাসা শিক্ষা অধিদপ্তর - dainik shiksha নতুন শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে যে নির্দেশনা দিলো মাদরাসা শিক্ষা অধিদপ্তর স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় কর্মবিরতিতে শিক্ষা ক্যাডাররা বললেন, দাবি পূরণ না হলে সর্বাত্মক কর্মসূচি - dainik shiksha কর্মবিরতিতে শিক্ষা ক্যাডাররা বললেন, দাবি পূরণ না হলে সর্বাত্মক কর্মসূচি শিশুর সুশিক্ষা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী - dainik shiksha শিশুর সুশিক্ষা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী পিতৃত্বকালীন ছুটি চালু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় - dainik shiksha পিতৃত্বকালীন ছুটি চালু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যয় আধিক্যের যৌক্তিকতা - dainik shiksha ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যয় আধিক্যের যৌক্তিকতা please click here to view dainikshiksha website Execution time: 0.0034990310668945