গাঙের জলে জোছনা বিলাসকে ঘিরে উৎসবের আমেজ - দৈনিকশিক্ষা

গাঙের জলে জোছনা বিলাসকে ঘিরে উৎসবের আমেজ

ঝালকাঠি প্রতিনিধি |

ঝালকাঠিতে গাঙের জলে জোছনা বিলাস নামে অনবদ্য এক ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে আগামী ১২ সেপ্টেম্বর রাতে আয়োজিত জোছনা বিলাস কর্মসূচিতে চাঁদের আলোতে অনুষ্ঠিত হবে কবিতা পাঠের আসর, বৈঠকি আড্ডা, লোকসঙ্গীত ও নৃত্যের ঝংকারের সঙ্গে নৈশভোজ। প্রথম বারের মত অনুষ্ঠিতব্য গাঙের জলে জোছনা উৎসবকে ঘিরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘৭১’র চেতনা’ ও শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষাডটকম।

এর মধ্যে তরুণ-তরুণীসহ অনেকে আবার সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে জোছনা উৎসব নিয়ে আলোচনা করছে। ইতোমধ্যে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য অনেকে তাদের রেজিস্ট্রেশন করেছেন। সব মিলিয়ে আয়োজক ও অংশগ্রহণকারীদের মাঝে একটি সাজ সাজ রব বিরাজ করছে।

ভরা জোছনার রাতে সুগন্ধার তীরের ডিসি পার্ক মাতবে বৈঠকী আড্ডা, কবিতা আবৃতি আর সুরের মূর্ছনায়। আকাশে উড়বে একঝাঁক ফানুস। নদীর জলে ভাসানো হবে শিল্পের প্রদীপ। জোছনার আলো গায়ে মেখে অনুষ্ঠানে আগতরা মেতে উঠবে নান্দনিক মাদকতায়। স্বপ্নের এই উৎসবে প্রাণখোলা আনন্দটুকু নিংড়ে নেয়ার মিছিলে সবাইকে সাথে পেতে চান আয়োজকরা। উৎসবে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। 

৭১’র চেতনার সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ দৈনিক শিক্ষাকে বলেন, জোছনা উৎসবের ব্যাপারে আমরা প্রত্যাশার চেয়ে উৎসাহ বেশি পাচ্ছি অংশগ্রহণকারীদের কাছ থেকে। আমরা আশা করছি তিন থেকে চারশত সাংস্কৃতমনা লোক জোছনা উৎসবে অংশ নিবে।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0031511783599854