সর্বশেষ জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা-২০১৮ (মাদরাসা) অনুযায়ী সরকারি বিধি মােতাবেক গােরকপুর
শাহরুল উলুম দাখিল মাদরাসায় নিয়োগ দেয়া হবে।
পদের বিবরণ: নবসৃষ্ট পদে একজন সহকারী গ্রন্থাগারিক/ ক্যাটালগার নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড/ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত মাদরাসাসমূহ হতে ফাজিল ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা পাস হতে হবে।
বয়স: (বয়স অনূর্ধ্ব ৩৫ বৎসর) আবশ্যক। প্রার্থীদেরকে প্রয়ােজনীয় কাগজপত্র, তিন কপি ছবি ও ২০০০ টাকার।
পােস্টাল অর্ডার (অফেরতযােগ্য) সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে
সুপার বরাবর আবেদন করতে হবে।
যোগাযোগ: সুপার,গােরকপুর শাহরুল উলুম দাখিল মাদরাসা,ডাকঘর-চর গােরকপুর, উপজেলা:হালুয়াঘাট,জেলা-ময়মনসিংহ।
মোবাইল- ০১৭০৯৯০৬৮২১।