গুচ্ছ থেকে বেরিয়ে এলো শাবিপ্রবি

গুচ্ছ থেকে বেরিয়ে এলো শাবিপ্রবি

সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। 

শনিবার (৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়। আগামী ১২ ডিসেম্বর বিকাল ৩ টায় নির্ধারিত একাডেমিক কাউন্সিলের সভায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়ার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশিকা চূড়ান্ত করা হবে বলেও জানানো হয়েছে।

ইতোমধ্যে ভর্তি কমিটি এসব বিষয়ে কাজের অগ্রগতি অনেকদূর এগিয়ে নিয়ে গেছেও বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, 'আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি, আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। আগামী সেশন থেকে আমরা নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাবো।' এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকতাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে শাবিপ্রবি বের হওয়ার উদ্যোগ নেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।