গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট চান শিক্ষার্থীরা | ভর্তি নিউজ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট চান শিক্ষার্থীরা

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন তারা। শুধু বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ের পরীক্ষা দিয়েই বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ চাচ্ছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ ডিসেম্বর)

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন তারা। শুধু বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ের পরীক্ষা দিয়েই বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ চাচ্ছেন শিক্ষার্থীরা।  

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট চান শিক্ষার্থীরা
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবিতে রাজশাহীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : রাজশাহী প্রতিনিধি

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, আমারা প্রায় দুই বছর ধরে বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়েছি। আপনাদের এমন সিদ্ধান্তে শুধু আমরা নই, আমাদের পরিবারের লোকজনও ভেঙে পড়েছে। তাই আগের মতোই ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে। তা না হলে গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখতে হবে। তা না হলে অসংখ্য ভর্তিচ্ছু ক্ষতিগ্রস্ত হবে।

বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক ইউনিটে এবার দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের জন্য ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র নির্ধারণ করা হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার ক্ষেত্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি জানিয়ে আসলেও তা আমলে নেয়া হয়নি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE  করতে ক্লিক করুন।